ধরিয়া দে গো প্রাণসজনী ঐ যায় মনচোরা

ধরিয়া দে গো প্রাণসজনী ঐ যায় মনচোরা
এগো সুতলি কাইটা গেল পাখি পিঞ্জিরা ভাঙ্গিয়া।।
কোন্ বা দেশে গেল বা পাখি না আসল ফিরিয়া
রাধারানীর পোষা পাখি মক্ষুরাতে খাইল ধরা।।
আর দেবো না পিরিতি করে জগৎ জুড়িয়া
ও পিরিত করছে যেজন মরছে সেজন পিরিত না করছে জন।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
মনে লয় তার সঙ্গে যাইতাম কুলমান ত্যজিয়া।।