দয়াল গুরু বিনে বন্ধু কেহ নাইরে সংসারে

দয়াল গুরু বিনে বন্ধু কেহ নাইরে সংসারে
বিপদ ভঞ্জন মধুসূদন নামটি মূলাধার রে।।
মন রে তোর পায়ে ধরি চানবদনে বল হরি রে
ও তোর সাধনের ধন হইল চুরি কার বায় রইলায় চাইয়া রে৷
ভাই বন্ধু পরিবার কেঅ তো সঙ্গে যাবে না আর রে।।
মরিলে মমতা নাইরে কইরা গিরের বার রে।।
স্ত্রী হইল পায়ের বেড়ি পুত্র হইল কাল রে
ছাড়াইতে না পারি এই ভবের জঞ্জাল রে।।
ভাইবে রাধারমণ বলে মানবজীবন যায় বিফলে রে
শমনতরী ঘাটে বাধা নিকটে নিদান রে।।

[প্রার্থনা]