দয়াল হরির দয়া বিনে ভববন্ধন কে ঘুচাবে

দয়াল হরির দয়া বিনে ভববন্ধন কে ঘুচাবে।। ধু।।
হরি জগবন্ধু করুণা সিন্ধু আমায় নি করুণা হবে।। চি।।
মায়া মোহে বিমোহিত স্ত্রীপুত্র সমাজে ডুবে
অষ্ট পাশের বন্ধন বিধির কলম খণ্ডন আর কে করিবে।। ১।।
আত্মা দেহেন্দ্ৰিয় যত সবই গেল স্বাৰ্থ লোভে
হরি করলে দয়া এখন বল মানব জনম আর কি দিবে।। ২।।
হরি অন্তর্যামী ভক্ত শ্ৰেষ্ঠ গুরুরূপে ভবাৰ্ণবে
না মানি সাধন রাধারমণ ব্ৰেথা আসা যাওয়া ভাবে।। ৩।।

[প্রার্থনা]