গো বিনোদিনী রাই শ্যামবন্ধু কার বাসরে তুমি

গো বিনোদিনী রাই শ্যামবন্ধু কার বাসরে তুমি বল চাই৷
আইবো করি কই আমারে রাখিলো লালসাই
সারা নিশি জাগিয়া থাকি উদ্দেশ্য না পাই৷
আসিব ছিল না মনে কেন বলল রাই
যা-ও সখী রাখো গিয়া বাসর সাজাই৷
সারা নিশি জাগিলাম বাসর সাজাই
অভাগা রাধারমণ না আইল কানাই।।

[খণ্ডিতা]