গৌরার ভাবটি বুঝা দায় অহে স্বরূপ রাম রায়

গৌরার ভাবটি বুঝা দায় অহে স্বরূপ রাম রায়।। ধু।।
হরি সঙ্কীর্তনের মাঝারে কেন ইতিউতি ধায়।।
কি ভাইবে গো গৌর আমার উন্মাদের প্রায়
হাসে ক্ষণে কান্দে রে অ গৌরা নয়নজলে ভেসে যায়।। ১।।
ভাবাবেশে রসের গৌরা প্ৰেমে ভাসিয়া যায়
হরি হরি রাধা রাধা বলিয়া রে গৌরা প্রেমে ভুমে গড়ি যায়।। ২।।
ব্রজের ভাব পাইয়াছে মনে হে গৌর শ্ৰীরাধারমণ গায়।। ৩।।

[গৌরপদ]