গৌর আমার জাত মারিয়াছে

গৌর আমার জাত মারিয়াছে
গৌর যার ঘরে যায় তার ঘরে খায়
তার কি কুলের বিচার আছে৷
প্রেমের বাতাস লাগল যার গায় কুলরাখা হইল বিষম দায়৷
এগো কুলের মুখে ছাই দিয়াছি-গৌরচান পাইবার আশে৷
আমার মত কলঙ্কিনী নাই ত্ৰিজগতের মাঝে
এগো কুল গেল কলঙ্ক রইল পাগল বলবে লোকসমাজে৷
ভাইবে রাধারমণ বলে গৌররূপে মন ভুলে৷
পাইতাম যদি গৌর চরণ স্থান দিতাম হৃদয় মাঝারে।।

[গৌরপদ]