গৌর আমার কাচা সুনা
ওরূপে যাইগো মরি বলিহারি
কি দিয়ে করি প্রাণ সান্ত্বনা।।
গিয়াছিলাম সুরধনি
হেরিয়াছি শ্যামগুণমণি
আর নয়নে দেয় গো দেখা
আঁখির ঠারে প্রাণ বাঁচে না
সুনার বরণ আভা নাসিকায় তিলক শোভা
ধন্য ধন্য রূপলাবণ্য কি দিয়ে করল যাদুটোনা।।
ভাবিয়া রাধারমণ বলে প্ৰাণ সঁপিলাম শ্ৰীচরণে
অধৈৰ্য হইয়াছে প্ৰাণ, বুঝাইলে প্ৰাণ বুঝ মানে না।।
[গৌরপদ]