গৌর বলিয়ে ও নাগরী হৃদয় ফাটিয়ে যায়

গৌর বলিয়ে ও নাগরী হৃদয় ফাটিয়ে যায়
আজ দেখাও গো আমায়
তারে দেখছি হেনে পাগল মনে ভুলন না যায়৷
তারে দেখাও গো আমায়৷
হাতে লোটা মাথে জটা নামাবলী গায়
এগো ললাটে চন্দনের ফুটা আড় নয়নে চায়
ভাবিয়ে রাধারমণ বলে প্ৰেমানন্দের দায়
এগো মেঘের বিজলী ছটা লাগল আমার গায়৷

[গৌরপদ]