গউর গউর গউর বলে আমার অঙ্গ যায় জ্বলিয়া

গউর গউর গউর বলে আমার অঙ্গ যায় জ্বলিয়া গো সখী
গৌরাচান্দের দেখা পাব নি।।
তিলেকমাত্ৰ পাইতাম যদি গৌর গুণমণি
কেশেতে ছাপাইয়া রাখতাম ঝাইড়া বলতাম বেণী
ভিক্ষার ছলে প্ৰেমতরঙ্গে নগরে বেড়াইতাম গো সই
আমি অতি দীনদুখিনী দুঃখে গেল কাল
খণ্ডাইতে না পারি আমি ভাবের জঞ্জাল
এ ভব সংসারে আইসে আমার পিপাসা রইল গো সই৷
ভাইবে রাধারমণ বলে এইবার এইবার
মনিষ্য দুর্লভ জন্ম না হইবে আর
মানুষ কুলে জন্ম নিয়ে আমার কলঙ্ক রহিল গো সই।।

[গৌরপদ]