গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে

গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে৷
একে জীৰ্ণ তরী, তাহে তুফান ভারি, ঢেউ দেইখে প্ৰাণ কাঁপে ডরে৷
আমার মন মাঝি হইয়াছে বেরাজী ডুবাইতে চায় অকূল সাগরে রে৷
মায়া মোহ রসে বদ্ধ অষ্ট পাশে শক্তি নাই যাই সাঁতারে৷
হইয়াছি নিরুপায়, ডাকি গৌর তুমায়, গ্ৰাসিল কামাদি কুম্ভীরে রে৷
কহে নরোত্তমে, পইড়ে মায়ার ভ্ৰমে, ডাকতেছি গৌর তুমারে৷
শ্ৰীরাধারমণ করহে তারণ শ্ৰীচরণ তরী দেও আমারে।।

[গৌরপদ]