গৌরচান্দ রাইকিশোরীর ভাবসাধিকে

গৌরচান্দ রাইকিশোরীর ভাবসাধিকে
প্ৰেমরসে ভাসাইল রে অবনী৷
প্রেমরসের গুরু কল্পতরু
অনন্ত প্ৰেমধনের ধনী।।
কলির জীবের ভাগ্যে হইয়ে সদয়
ব্রজ হইতে শ্যামরায় নদীয়ায় উদয়
উদয় শচীর গর্ভসিন্ধু মাঝে
পতিত পাবন নামটি শুনি।।
পতিত পাষণ্ডী যে ছিল
পাপী তাপী তারিয়ে গেল
কলির জীবের কারণ নাম ধরিয়াছে
পতিত পাবন কৰ্ণে শুনি।।
রাধারমণ মরলে তবে
নামেতে কলঙ্ক রবে এ ভবে
আমি নরাধমকে তরাইলে
পতিত পাবন নামের গুণ বাখানি।।