গৌরনিতাই আইস এই আসরে

গৌরনিতাই আইস এই আসরে
শ্ৰীবাসাদি ভক্তবৃন্দ গদাধর সঙ্গে কৈরে৷
সাধনভজন বিহীন নাহি ভক্তি প্ৰেমধন
নাপরাধ নকশ্চন এই সংসারে।।
আমি আশার আশে আছি বৈসে
শ্ৰীচরণ ভরসা কৈরে।।
পুরাণে শুইনছি আমি পতিতের বন্ধু তুমি
জগতের অন্তৰ্যামী থাক অন্তরে
ওহে মনোবাঞ্ছা কল্পতরু দয়ালগুরু ডাকি তোমারে।।
পঙ্গুকে লঙ্গায় গিরি বামনে চাঁদ ধরায় হরি
জীব তরাইতে অবতার নদীয়াপুরে
শ্ৰী রাধারমণে ডাকে পৈড়ে ভবের ঘোর ফেরে।।

[গৌরপদ]