গৌররূপে আমায় পাগল করিল রে

গৌররূপে আমায় পাগল করিল রে
যন্ত্রণা আর সহে না প্ৰাণে৷
আর গৌর পাব, প্ৰাণ জুড়াব এই ভাবনা মনে
ওরে পাব নি গো যুগল চরণ জীবন মরণে।।
আর কুখনে গো জল ভরিতে গেলাম সুরধুনীর তীরে
ওরে কিসের শরম আমার-যাইতাম গৌরার সনে।।
আর শাশুড়ি ননদী ঘরে ভয় বাসি মনে
ওরে কিসের শমন আমার-যাইতাম গৌরার সনে।।
রাধারমণ বাউলে বলে গুরুর চরণে
ওরে গুরুপদে প্ৰাণ সঁপিতাম এই বাসনা মনে৷

[গৌরপদ]