গুরু, ভজন হইল না রে

গুরু, ভজন হইল না রে অজ্ঞান মন ভাবে আসা যাওয়া হইল৷
গুরুতে হয় নিষ্ঠারিতি বৈষ্ণবেতে না হয় মতি৷
মন রে কি হবে আমার গতি রে
আমার আশায় আশায় দিন রে গেল৷
শ্ৰীচৈতন্যকৃপা করে দিলেন একখানা নামের তরী রে মন
তরী বাইতে পারে রসিক জনায় রে মন মন রে
রমণের তরী শুকনায় রৈল।।
কৰ্ণস্থানে মন্ত্র দিয়ে গুরু বসিয়াছেন নিত্য প্রেমের ধামে রে
ঐ রূপ নেহার করে সাধু জনায় রে মন
আমার ভাগ্যে নাই বা হৈল।।

[প্রার্থনা]