গুরুপদ পদরাবৃন্দে মনভুজঙ্গ মজনারে

গুরুপদ পদরাবৃন্দে মনভুজঙ্গ মজনারে
সুধামাখা গুরু নামে ভবক্ষুধা যাবে দূরে।। ধু।।
জয়গুরু জয়গুরু বইলে ডাকো তারে প্রাণ খুইলে
গুরু বিনে কেহ নাইরে ভবাৰ্ণবে যে নিস্তারে৷
ব্ৰহ্মপদ তুচ্ছ করে দয়াল গুরু এনেছে যে
জীবের তরে কেন্দে ফিরে
প্রেম বিলায় যারে তারে৷
মজ সবে গুরু নামে তারি কাজে তারি নামে
তারি কাজে তারি প্রেমে তারি পদে শরণা নিয়ে
প্রেমানন্দে ভাস না রে৷
কেন ভুলে আছে তারে সেত পাছে পাছে ফিরে
হেন ধন রাখি দূরে কি সুখে হায় মজেছে রে৷
রাধারমণ চিন্তা করে মন গুরু ভজনা করে
শেষ কালে ঠেকিবে যে রে
তখন উপায় কি হবে রে৷

[প্রার্থনা]