গুরুর চরণ অমূল্যধন

গুরুর চরণ অমূল্যধন সারা করিবে কবে
বন্ধু কে আর ভবে।।
ছাড় মন ভবের আশা এ সবই রং তামাশা
ভাঙিবে সুখের বাসা শূন্যে পড়ে রবে৷
টাকা পয়সা দালান কোটা সঙ্গেতে না যাবে
ধুলায় যাবে গড়াগড়ি আশা না পুরিবে।।
ছাড় মন খুঁটিনাটি এসব ময়লা ঘাঁটি
গুরুর চরণ করা সাধন হিংসা নিন্দা যাবে
অনিত্যকে নিত্য দেহে যখন দেখিবে
গুরু শুদ্ধ মতি তখনে জানিবে।।
ভাইবে রাধারমণ বলে শ্ৰীগুরুর পদ কমলে
ইহজন্ম গেলে বিফলে কেন আইলে ভবে৷
আমি বহু জন্মের অপরাধী দয়নি করিবে।।

[প্রার্থনা]