গুরুভক্তি নাই যার অন্তরে

গুরুভক্তি নাই যার অন্তরে
মহাপাপী দুরাচার সে নরাধম পশুর সমান রে৷
মানুষ হইলে কি হয় মানুষের কাজ যদি না করে
আহার নিদ্ৰা মৈথুনাদি পশুরে দিয়াছেন বিধি
তারা সব নিরবধি বিধানে সব কাৰ্য করে৷
শুধু জ্ঞানের জন্য মানুষ জন্ম নিলাম সংসারে৷
ভাইবে রাধারমণ কয় শাস্ত্ৰ বিদ্যা জ্ঞানের বিষয়
যদি জ্ঞান না হয় মনে সেই জ্ঞানের ফল কিছু নাইরে।।

[প্রার্থনা]