হের না হের না সখীরে হের নয়ন ভরি

হের না হের না সখীরে হের নয়ন ভরি৷
ঘাটের কূলে বিপুলারে প্ৰদক্ষিণ করে
বাঁকে বাঁকে খৈ বরিষণ করে।।
সঙ্গে লইয়া সাতবার প্রদক্ষিণ সাতনমস্কার
বর বুইলা শতবৃক্ষ শ্ৰীহরির সম্মান।।
রাধারমণ কয় গো ধনী শুন এ বচন
ধীরে ধীরে কন্যা লইয়া করয়ে গমন।।

[বিবিধ, বিয়ের গান]