হরে কৃষ্ণ নাম জপ অবিরাম

হরে কৃষ্ণ নাম জপ অবিরাম নামে বিরাম দিও না৷
নামে বিরাম দিও না, হরিনামে বিরাম দিও না৷
গোলোকের ধন নাম সংকীর্তন করে মন সাধনা
সবে বলা হরি প্ৰেমে গড়াগড়ি এমন দিন আর হবে না৷
নাম অমূল্য ধন কর হে যতন, অযতনে রেখ না৷
অস্তিমের বল, হরিনাম সম্বল, নিজের সম্বল বান্ধ না
নাম পরম ব্ৰহ্ম, জীবের মোক্ষ ধর্ম, বদন ভরে বল না
রাধারমণ কয়, নাম নিলে হয়, ত্রিতাপ জ্বালা সান্ত্বনা।।

[প্রার্থনা]