হরি বল রে সুজন নাইয়া

হরি বল রে সুজন নাইয়া, হরি বল হরি বল।।
কাঁচা ডালে ধরছে মধু, শুকনা ডালে ফল৷
আলগা থাকি পাড়িয়া আনে যার আছে আকল।।
আগাপাছা ছয়জন মাঝি মধ্যে নিত্যানন্দ
মস্তুলেতে শ্ৰীচৈতন্য ডেঙ্কা মারিয়া চল।।
বিষম ডাকাতির ঘাটে করছ চলাচল
ঘুমাইও না চেতন থাকিও ঘুমাইলে বেকল।।
ভাইবে রাধারমণ বলে শুন রে অজ্ঞান মন
মিছা আইলাম এ সংসারে মায়াতে পাগল।।

[সহজিয়া]