হরি বলে ছাড়ো নৌকা তুফান দেখে ভয় করিও না

হরি বলে ছাড়ো নৌকা তুফান দেখে ভয় করিও না
হরির নামে বোঝাইলে শমনের ভয় রবে না৷
মণিপুরের দাড়ি ছয়জনা নৌকায় আছে আটজনা
আসিছে কলঙ্কী তুফান সাবধান মাল ছাড়িও না৷
নদীর নাম কামনা-সাগর লাফে লাফে উঠে ঝড়
কত ধনীর ভরা খাইছে মারা নদীর এই ঘোর তুফানে
ভাইবে রাধারমণ বলে মন নৌকা ছাড়ো হরি বলে
হরি নামের ভরা নৌকার ডুবিবার ভয় থাকে না৷

[প্রার্থনা]