হরি বলে ডাক মন রসনা

হরি বলে ডাক মন রসনা৷ ধু৷
ঐ নাম করলে স্মরণ হয় নিবারণ এ ভব যন্ত্রণা।। চি।।
দেখ হারির নামের গুণে প্রহ্লাদ না মইল আগুনে
প্রহ্লাদ অগ্নিকুণ্ডে স্থান পাইয়াছে প্ৰাণে তো মরল না।। ১।।
হরি হরি হরি বলে শুদ্ধ গঙ্গার জলে
নামে পাষাণ গলিতো পারে মন আমার গলে না।। ২।।
ভাইবে রাধারমণ বলে ঠেকলাম ভবের মায়াজালে৷
দয়াল শুরু যদি কৃপা করে পুরায় মনের বাসনা।। ৩।।

[প্রার্থনা]