হরি হইয়ে কেন বল হরি

হরি হইয়ে কেন বল হরি, তোমার ভাব কিছু বুঝিতে
না পরিবে, গউর চান্দ
কেন বলা হরি৷
ব্ৰজলীলা সাঙ্গ কৈরে, গউর, চান্দ কেন আইলে
নৈদা পুরে, তুমি কি অভাবে হৈলায় দণ্ড ধারীরে৷
গউরচান, হরি হইয়ে কেন বল হরি৷
মুখে বলে রা রা, গোরার দুই নয়ানে বহে ধারা
গৌরার বুকে ভেইসে যায় দুই নয়ানের জলে রে৷
গৌরচান, হরি হইয়ে কেন বল হরি৷
ভেবে রাধারমণ বলে, গৌরচান পইড়ে আছি ভ্ৰান্তিমূলে
ভ্ৰান্ত চেতন কইরে সঙ্গে নেও আমারে রে গহুর চান
হরি হয়ে কোন বল হরি।।

[প্রার্থনা]