যাব না আর জলে সই গো

যাব না আর জলে সই গো আর যাব না জলে
জলের ঘাটে শ্যাম নটাবর দেখছি কদম তলে।।
কদমতলে বসি শ্যামে বাজায় যখন বাঁশি
ধুমার ছলে কান্তে থাকি যখন রানতে বসি।।
সব সখি লৈয়া সঙ্গে জল ভরিতে গেলাম রঙ্গে
কালার রূপ দেখিয়া ভুলে রৈলাম কালা কদম তলে৷
ভাইরে রাধারমণ বলে কালা আছে রাইয়ের ছলে
কদম তলে বাজায় বাঁশি রাধা রাধা বলে।।