যার কূল নিলে কূল পাইতে পারি আমি

যার কূল নিলে কূল পাইতে পারি আমি তার কূলে
গেলাম৷ কৈ৷ ধু৷
আমি রইলেম আমার কুলে রে, তার কুলের কারণ হইল কৈ৷ চি৷
মোহ জলধি মাঝে তিন মন ডুবে রয়েছে৷
আমি ছুটতে নারি, বন্ধন ভাবি, কালসাপে বেড়ে রয়েছে৷
যদি মিলে ধন্বন্তরি, তার চরণ ধরিয়ে স্মরণ লই
তার হৃদকমলে সজল উজ্জ্বল কমল ফুটিয়াছে৷
রসিক জানে রসের মর্ম, তার রসে ডুবে দেখলেম কৈ৷
যে নদীর কূলে গিয়াছে, বিশ্বাসের তরী বাড়িয়াছে
শ্ৰীরদপনগরের বিষম পাড়ি সেই যে সাধিয়াছে
রাধারমণ বলে রে তার কুলে যাওয়ার পান্থ কই।।

[প্রার্থনা]