যারে মনপ্ৰাণ দিলে ত্ৰাণ পাইতে পারি কৈ

যারে মনপ্ৰাণ দিলে ত্ৰাণ পাইতে পারি কৈ।। ধু।।
যে দেশে অধর মানুষ তার দেশের দেশী
হইলেম কৈ।। চি।।
শুনিয়াছি সাধু শাস্ত্ৰেতে দূরে নয় নিকটে আছে
তারে ধরতে গেলে না দেয় ধরা শ্ৰীগুরুর কাছে
রসিক জানে রসের মর্ম তার রসে ডুবে দেখলাম কৈ।। ১।।
সে দেশে যাওয়া বিষম দায় মধ্যে মায়া জলধিপ্রায়
তার ওপারে প্রেমের সাগর দেখ লহর উঠতেছে
তার ওপারে রসের মানুষ তারা বাতাস পাইলে শীতল হই।। ২।।
অষ্টাদশ ডাকুয়া পথে আর কত অনুচর আছে
যে গুরু বাক্য দিয়াছে ভয় কি তার আছে
গুরু পথের কান্ডারী শ্ৰীরাধারমণ কই।। ৩।।

[সহজিয়া]