জলধারা দেও গো সখী মাথে

জলধারা দেও গো সখী মাথে
কর্মদোষে পাইলাম না গো শ্ৰী জগন্নাথে৷
জলের ছলে কলসী কাখে গেলাম যমুনাতে
একা পাইয়াও পাইলাম না গো আপন কর্ম দোষেতে
জল ঢালিয়া আবার গেলাম যমুনারই ঘাটেতে
চউখে দেখি প্ৰাণনাথে পাই না হাতের কাছেতে৷
পাইয়া তারে পাইলাম না গো আপন করম দোষেতে
কপাল দোষে অইছি দোষী ঠাটা পাইলো মাথাতে৷
ভাইবে রাধারমণ বলে আঘাত করি মাথাতে
পাইয়া বন্ধু পাইলাম না গো আপন করম দোষেতে৷

[পূর্বরাগ]