জলধারা দেও মাথে গো সখী জলধারা দেও মাথে

জলধারা দেও মাথে গো সখী জলধারা দেও মাথে৷
জল ডালিয়া জলে গেলাম গো সখী বন্ধু পাইবার আশে
কালনাগে ছুপ্ মারিয়াছে বিষ উইঠাছে মাথে৷
রঙ্গ গেল রূপ গেল গো সখী গেল মুখের হাসি
সোনার অঙ্গ মলিন হইল বয়সে দিল ভাটি৷
ভাইবা রাধারমণ বলে মনেতে ভাবিয়া
এগো মনের আগুন জ্বলছে দ্বিগুণ জল দিলে কি নিবে৷

[পূর্বরাগ]