জলের ঘাটে পাইলাম দেখা বন্ধু শ্যামরায়

জলের ঘাটে পাইলাম দেখা বন্ধু শ্যামরায়
এমন নিষ্ঠুর বন্ধু রাধাকে জ্বালায়।।
হৃদয়েতে ছেল বসাইয়া জ্বালায় প্রেমের বাতি
আমার মনপ্ৰাণ হরি নিল করিলা কলঙ্কী৷
সাজাইয়া ফুলের মালা রইলাম আশা পন্থে
আসবে নিশো প্ৰাণবন্ধু অবলার প্রাণ থাকতে।।
একে তো বসন্তের জ্বালা, জ্বালায় শ্যামরায়
বাঁশি বাজল কোন বনে সইগো জাইনে আয়।।
ভাইবে রাধারমণ বলে শুন গো ধনি রাই
বন্ধের সঙ্গে দেখা হবে কদম্বের তলায়।।