কালরূপে হেরিলাম গো সই কদম্বমূলে

কালরূপে হেরিলাম গো সই কদম্বমূলে।। ধু।।
ঐ রূপ জলেরই ছিলে ঐ রূপ বিজলী খেলে,
আমরা তো যাবনা গো সেই ফিরিয়া গোকুলে;
কালমেঘে দেখি মেঘের নাথ নামিয়াছেন ওই জলে৷
ঐ রূপ জলেরই ছলে- ঐ রূপ গহিনে খেলে,
শ্যামের মাথায় মোহন চূড়া বামে গো হিলে;
যে দিকে ফিরাই আঙ্খি সে দিকে নয়ন গো ভুলে
সখী চল- সকলে, যাই যমুনারই জলে,
দাঁড়াইয়াছে শ্যাম গো চান্দ ত্ৰিভঙ্গ হইয়ে;
শ্যামের লাগি মুই অভাগি প্ৰাণ ত্যজিমু ঐ জলে৷
বলে বাউল রমণে, ঐ রূপ লাগল নয়নে,
কেমনে রহিব গৃহে শ্যাম চান্দ বিনে;
মনে লয় গৌর রূপ গাঁথিয়া রাখি আপন গলে৷

[পূর্বরাগ]