কে বাজাইয়া যায় গো সখী

কে বাজাইয়া যায় গো সখী,
কে বাজাইয়া যা৷
এগো, ডাক দিয়া জিজ্ঞাসা করে-
কি ধন নিত চায় গো।।
আর কাঞ্চা বাঁশের বাঁশিগুলি
তলোয়ার বাঁশের আগা৷
এগো নাম ধরিয়া ডাকে বাঁশিয়ে
কলঙ্কিনী রাধা গো।।
আর যেই না ঝাড়ের বাঁশিগুলি
ও তার ঝাড়ের লাগাল পাই-
এগো, জড়ে-পড়ে, উগড়িয়া
সাগরে ভাসাই গো।।
ভাইবে রাধারমণ বলে-
বাঁশি কে বাজায়৷
এগো বাঁশির রব শুনি
বাজায় চিকন কালায়।।

[পূর্বরাগ]