কে তোরে শিখাইল রাধার নামটিরে শ্যামের বাঁশি

কে তোরে শিখাইল রাধার নামটিরে শ্যামের বাঁশি
রাধা রাধা বলে মন করলায় উদাসীরে।।
যখন শ্যামে বাজায় বাঁশি যমুনাতে কাঙ্কে কলসী রে
জল ভরা তো হইল না মোর ভেসে যায় কলসী রে।।
তার বাঁশিতে মধু ভরা মন প্ৰাণ করিল সারারে
মনে লয় তার সঙ্গে যাইতাম ঘরের বাহির হইয়ারে।।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে রে
মনে লয় তার সঙ্গে যাইতাম চিরদাসী হইয়ারে।।