কি বুঝাও আমারে গো

কি বুঝাও আমারে গো আর কি গো মন মানে৷
ঠেকিয়াছি পিরিতের কাছে মন প্ৰাণ সদাই টানে।।
অবলার বিচ্ছেদের জ্বালা অন্যেতে না জানে
জল ছাড়া মীনের জীবন রহিবে কেমনে
পূর্বের কথা প্ৰাণনাথ পাশরিল মনে
কদম্বতরুয়া তলে ছিল কথা দুজনে।।
কইও দুঃখ বন্ধুর কাছে রমণ মইল পরানে
ওগো ত্বরা কইরে যাগো বৃন্দে প্ৰাণনাথ যেখানে।।

[বিরহ]