কী হইল কী হইল সখী গো

কী হইল কী হইল সখী গো সখী কি হইল যন্ত্রণা।। ধু।।
চিত্তে অনল জ্বালাইয়া দিল শ্যাম কালিয়া সোনা।। চি।।
এগো পুরাইয়া লয় মনের সাধ আমার বিড়ম্বনা
সব সখীগণ মিলে তারা গো তারা করে কুমন্ত্রনা।। ১।।
এগো তুষের অনলের মত জ্বলে ঘইয়া ঘইয়া
কেওয়া কেতকী ফুলে গো সাজাইয়া বিছানা।। ২।।
এগো আসব তোমার প্রাণবন্ধ শ্যামকালিয়া সোনা
ভাইবে রাধারমণ বলে গো সখী ভাইবো না ভাইবো না।। ৩।।

[বাসক সজ্জা]