কি কাজ করিলাম চাইয়া, গো সই

কি কাজ করিলাম চাইয়া, গো সই৷
মন চলে না গৃহে যাইতে প্ৰাণবন্ধুরে থইয়া৷
সোনার বান্ধাইল বাঁশি রূপার বান্ধা হিয়া
কোন্ বনে বাজাও বাঁশি প্ৰাণ নিল হরিয়া৷
মনোসাধে প্ৰেম করিয়া মরিলাম ঝুরিয়া৷
এমন নিষ্ঠুর বন্ধু না চাইল ফিরিয়া।।
আগে যদি জানতাম যাইবার রে ছাড়িয়া
তবে কেন করতাম পিরিত বিনা দড়াইয়া।।
রাধারমণ বাউলে বলে মনেতে ভাবিয়া।।
মনে লয় তার সঙ্গে যাইতাম কুলমান ত্যেজিয়া৷

[পূর্বরাগ]