কি করি উপায় গউর, আমায় দেও পদাশ্রয়

কি করি উপায় গউর আমায় দেও পদাশ্রয়৷
ভব সাগরে ডুবে মরি আমাকে হইলে নিদয়।। ধু।।
ভব সাগরে তুফান ভারি জীর্ণ তরী কিসে তরি৷
মনমাঝি ডুবাইল তরী, হাইল রেখা গউর দয়াময়।।
নাম ধরিয়াছ পতিত পাবন, দীন দয়াময় অধমতারণ৷
কাঙ্গালকে লয়ে শ্ৰীচরণ, দূর কর মনের ভয়।।
রাধারমণে বলে, দিন গেল মন অবহেলে৷
প্ৰভু রঘুনাথের চরণ তলে ডুবলে না মন দুরাশয়।।

[গৌরপদ]