কি রূপ দেখছ নি সজনী সই জলে

কি রূপ দেখছি নি সজনী সই জলে।। ধু।।
এগো নন্দের সুন্দর চিকন কালা থাকে তরুমূলে।। চি।।
সজনী হাতে বাঁশি মাথে চূড়া ময়ূরপুচ্ছ হিলে
যেন মালতীর মালা শ্যাম অঙ্গে দোলে।। ১।।
সজনী কুক্ষণে জল ভরিতে গেলাম যমুনার কিনারে
এতো হাসি হাসি কয় গো কথা মন ভুলাইবার ছলে।। ২।।
ভাইবে রাধারমণ বলে শুনগো সকলে
আমার সব দুঃখ পাশরিমু শ্যামদরশনে।। ৩।।

[পূর্বরাগ]