কি শুনি মধুর ধ্বনি গো সখী

কি শুনি মধুর ধ্বনি গো সখী কি শুনি মধুর ধ্বনি।। ধু।।
কোন না নাগরে ধরিয়া অধরে এমন অমৃত নাম।।
শুনি বেণুগান যোগী ছাড়ে ধ্যান মৌন ছাড়ে ঋষিমুনি
বাঁশি বেড়াজাল যুবতীর কাল বাঁশিয়ে হরল প্ৰাণি৷
একেত অবলা তাহে কুলবালা ভালমন্দ নাহি জানি
গৃহেতে আমার কালসৰ্পকার শাশুড়ি ও ননদিনী৷
এ জাতি যৌবন সঁপিনু জীবন পরান বন্দুয়া মানি
বাঁশিয়ে উদাসী হইতে শ্ৰীরাধারমণ বাণী।।

[পূর্বরাগ]