কহ গো ললিতে সই কেন না আসিল গো

কহ গো ললিতে সই কেন না আসিল গো
প্ৰাণনাথ নিকুঞ্জ কাননে
দারুণ মুরলীর স্বরে পাগলিনী হইয়া গো
আসিলেম নিশীথে গহনে।।
বন্ধু আসিবার আশে নিকুঞ্জ সাজাইলাম গো
মিলি সব সহচরীগণে
বৃথা হল কুঞ্জ সাজ না আসিল প্ৰাণনাথ
মনোদুঃখ রইল মনে মনে।।
বাঁশিতে সংবাদ করি অবলা ছলিলা গো
বৃথা হল নিশি জাগরণে
বাসি হল পুষ্পহার কুসুম মল্লিকা গো
প্ৰাণ যায় প্ৰাণনাথ বিনে।।
যথা নিশি তথা শশী কুমুদিনী জলে গো
যেই যার লেগেছে নয়নে
কৃষ্ণও প্ৰেম… এ ব্ৰজরমণী গো
গুণ গায় শ্ৰী রাধারমণে।।

[বিরহ]