কই গো মাধবীলতা বল গো ললিতে

কই গো মাধবীলতা বল গো ললিতে
বন্ধু কোন বনে চড়াইয়াছে ধেনুগণ গো ললিতে
কদমতলে করছে আলাপ পদের পরে পদ থইয়া৷
কদম্বে হেলান দিয়া বন্ধে বাজায় বাঁশি
রাধারে বিনাইয়া৷
ভাইবে রাধারমণ বলে ভাবিয়া যাইও আপন মনে গো
বন্ধু আসিবা পরে জলের লাগিয়া গো ললিতে।।

[পূর্বরাগ]