কৈ কৈ সে রূপ রসময়

কৈ কৈ সে রূপ রসময়, স্বরূপ যে রূপ দর্শনে
মহানন্দ হয়৷
রসের স্বরূপ নিত্যানন্দ রূপ অদ্বৈত হুঙ্কারে চৈতন্যের
উদয়৷
আনন্দ চিন্ময় রসের পাথার, যে রূপ বিহারে
প্ৰেমসিন্ধু পার৷
ভব-পারাপারে গুরু কর্ণধার, শ্ৰীরূপ নগরে
সদানন্দময়৷
পঞ্চতত্ত্বময় রূপ সারাসার, মনপ্ৰাণ রে
সচিদানন্দ কার৷
শ্ৰীরূপের তরণী ঘাটে বান্ধা যার, সে রসে
ভাসাইয়ে আনন্দে হাসয়৷
অগম্য অকূল রূপের দেশাচার, রীত বিপরীত
যাদের বাজার
শ্ৰী রাধারমণের জন্যম অসার, হইল না শ্ৰী রূপের
চরণ অশ্রায়৷

[গৌরপদ]