কোন বনে বসিয়া ধনী মনোচোরায় বাঁশি বায়

কোন্ বনে বসিয়া ধনী মনোচোরায় বাঁশি বায়
ও ললিতে যা গো তারা জাইনে আয়৷
কাতরে করি গো মানা বাঁশি তুমি আর বাজাইও না
সহে না অবলার প্ৰাণে জ্বালায় অঙ্গ জ্বলিয়া যায়।।
শুনিয়া কালার বাঁশি মন-হইয়াছে উন্মাদিনী
চিত্তে করে উচাটন গৃহে থাকা হইল দায়।।
ভাইবে রাধারমণ বলে কে যাবে যমুনার জলে
বিনামূল্যে বিকাইব শ্যামের রাঙা পায়।।

[পূর্বরাগ]