করুণার নিধি গউর, উদয় হইল

করুণার নিধি গউর, উদয় হইল।। ধু।।
বাঞ্ছা কল্পতরু হরিনামের জগৎ ভাসাইল।। চি।।
প্ৰেমময়ীর প্ৰেমবশে সজল উজ্জ্বল রসে
গৌরাঙ্গ হই অঙ্গে মিশে প্ৰেমরসে জগৎ ভুলাইল।। ১।।
গৌরায় অযাচনে প্ৰেমধন যাচে চল রে মাধাই
যাই তার কাছে হরির নাম শুনিয়ে হই সুশীতল।। ২।।
পতিত পাবন অধম তারণ গৌর নিতাই তোমরা দুজন
জগাই মাধাই পাইল চরণ রাধারমণ আশায় রহিল।। ৩।।

[গৌরপদ]