কোথা গেলে কৃষ্ণ আমি পাই গো রাই

কোথা গেলে কৃষ্ণ আমি পাই গো রাই
আপনা জানি প্ৰাণ বন্ধুরে হৃদে দিলাম ঠাঁই।।
এগো ছিল আশা দিল দাগা, আর প্রেমে কাজ নাই
হিঙ্গল মন্দির মাঝে শুইয়া নিদ্ৰা যাই।।
শুইলে স্বপন দেখি শ্যামকে লইয়া বেড়াই
কৃষ্ণ কোথা পাই গো আমি কৃষ্ণ কোথা পাই
ভাইবে রাধারমণ বলে শুনগো ধনি রাই
পাইলে বন্ধে ধরব গলে ছাড়াছড়ি নাই৷