কোথায় রইলায় কালিয়া শ্যাম পরার বশে

কোথায় রইলায় কালিয়া শ্যাম পরার বশে
যারে ভাবি রাত্ৰিদিনে সে থাকে তার রঙ্গরসে৷
সম্মুখেতে প্ৰাণনাথে কতই ভালোবাসে
বন্ধু যার কাছে যায় তার কথা কয় রইলাম বন্ধু আশার আশে৷
শাশুড়ি ননদী ঘরে যন্ত্রণা দেয় মোরে
আমি অবোধিনী বিরাহিণী প্রেম শিখাইলায় কোন্ সাহসে।।
ভাবিও রাধারমণ বলে না ভাবিও মনে
মনমোহিনী বইসা রইছে ঐ পিরিতে ঐ পিপাসে।।

[খণ্ডিতা]