কৃষ্ণ নাম ব্ৰহ্মা সনাতন

কৃষ্ণ নাম ব্ৰহ্ম সনাতন দিবা নিশি করা রে ভাবন।। ধু।।
এক অক্ষরী নামের তরী দুই অক্ষরী জিনিষ ভরি
নামের নৌকা করবে সাজন ডাকাইতেরই ভয় আছেরে মন
লুইটে নিবো সবই ধন
নিতাই চান্দের হাটে যাইয়ে প্ৰেমধন বোঝাই করিয়ে
মালের কোঠায় চাপি দেও রে মন
সাবধানে চালাইও তরী মারা না যাইবায় কখন৷
রমণ গোসাইরা ঐ বাসনা শ্যাম জ্বালায় প্ৰাণ বাঁচে না৷
প্ৰেম জ্বালায় জ্বলিয়াছে অন্তর
হরি বলে ব্রজে চল যাইবায় বৃন্দাবন৷

[প্রার্থনা]