কৃষ্ণ রূপ আমি কেমনে হেরিব রে দারুণ বিধি

কৃষ্ণ রূপ আমি কেমনে হেরিব রে দারুণ বিধি
কেন বিধি অবলা করিলে।। ধু।।
মনে লয় উড়িয়া যাইতে পাখা নাহি দিলে।। চি।।
বিধি রে কামিনীমোহন রে কাল, কালরূপ কেমনে গঠিলে
বুঝি অবলা বধিবার লাগি পুরুষ সৃজিলে।। ১।।
বিধি রে কাল যৌবনের ক্যালবারি কালমুরলী এ গকুলে৷
কালনাগিনী ননদিনী ঠেকাইলে বিফলে।। ২।।
শ্ৰীরাধারমণের এই দুঃখ ফাটে বুক শ্যামরূপ না হেরিলে
শ্যামরূপে মনপ্ৰাণ আকুল কাজ কি মানকুলে।। ৩।।

[বিরহ, তাল-লোভা]