কৃষ্ণ ভজ না কোন্ কাজে দিন যায় রে

কৃষ্ণ ভজ না কোন্ কাজে দিন যায় রে৷
তুমি আসার আশে রইলে রে মন।। ধু।।
অজত্তর রাখ্যতম মনুষ্যজীবন৷
হেলায় হেলায় গেল বেলা নিকটে শমন।। ১।।
জনম সফল কৃষ্ণপদে যার মন
আত্ম সুখের সুখী হইলে না হয় সাধন।। ২।।
স্ত্রী-পুত্ৰ-ভাই-বন্ধু কেহ নয় আপন
কেহ না হবে সঙ্গের সঙ্গী কহে শ্ৰীরাধারমণ।। ৩।।

[সহজিয়া]