ললিতে, জলে গিয়াছিলাম একেলা-
ডাকছে নাগরি শ্যাম-কালা।।
আর পদের উপর পদ থইয়া
বাজায় কদম-তলা
ওয়রে, দেখছি অনে লাইছে মনে-
মন হইয়াছে চঞ্চলা।।
আর কি মহিমা জানে সই গো-
নন্দের চিকন-কালা৷
আঙ্খির ঠারে শ্যাম-নাগরে
দিত চায় ফুলের মালা।।
আর ভাইবে রাধারমণ বলে
কি হইল যন্ত্রণা:
বৈকণ্ঠ বলে, জলের ঘাটে
আর যাইয়ো না একেলা।।
[পূর্বরাগ]