ললিতলাবণ্যরূপে দেখা দাও হে বংশীধারী
আমায় এম্নিভাবে মুগ্ধ করে স্বপ্নে যেন না পারি৷
ওহে ত্ৰিভঙ্গ বাঁকা গলে ত্ৰিবলী রেখা
আমার হদয় মাঝে থাকুক আঁকা
মদন মোহন রূপ মাধুরী।।
যেমন মেঘের কোলে সৌদামিনী খেলে
তেমনি হৃদ্আকাশে শ্যামের কোলে নৃত্য কর রাই কিশোরী৷
আমার মানবিহঙ্গ সদায় করে রঙ্গ
রসরাঙ্গে শ্যাম এভঙ্গের অপাঙ্গে নিজ অঙ্গ হেরি।।
ওহে রাধারমণ হলদে করো রমণ
রমণের মন করো রমণ
সদা যেন এ রসে সাঁতারি।।
[প্রার্থনা]